হাতীবান্ধা শহরের প্রাণকেন্দ্রে অভিনব কৌশলে একই রাতে ৫ দোকানে নগদ টাকাসহ প্রায় ১০ লাখ টাকা চুরি



হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ গতকাল সোমবার গভীর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সদর প্রাণকেন্দ্রে অভিনব কৌশলে ৫টি দোকানের নগদ ক্যাশসহ প্রায় ১০লাখ টাকার মালামাল চুরি হয়েছে।জার নামক স্থানে সোমবার রাতে একই সাথে নিউ টেলিকম বিকাশ সেন্টার, সততা বস্ত্রালয়, আনোয়ারা বস্ত্রালয়, আধুনিক টেইলার্সসহ মোট ৫টি দোকানে কাপর,নগদ ক্যাশ ও বিকাশের আদান প্রদান মোবাইল সেট সহ প্রায় ১০লাক টাকা চুরি সংঘাটিত হয়েছে।উল্লেখ্য প্রতিদিনের মত রাতে দোকান তালাবন্ধ করে বাড়ীতে চলে গেলে গভীর রাতে কে বা কাহারা দোকান ঘরের চালের টিন খুলে বেতরে প্রবেশ করে। একর পর এক করে ৫টি দোকান চুরি করে নিয়ে যায়। যাহা মঙ্গলবার সকালে দোকানের মালিকগণ দোকান খুলে দেখতে পায় চুরি যাওয়ার দৃশ্য। জানা জানি হলে পুলিশ ঘটনা স্থলে চুরি সংঘটিত দোকান সমুহ প্রাথমিক তদন্ত করেন। থানা অফিসার ইনচার্জ শামীম হাসান সরদার জানান,অনুসন্ধান অব্যাহত রয়েছে,সন্ধান পাওয়া গেলে দোষী ব্যক্তিদের ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments

Powered by Blogger.